ভেটকি ফিলে দিয়ে শুধুই ফ্রাই না বানাচ্ছেন? বিকালে চায়ের সাথে ফ্রাই ভালোই লাগে। তবে চায়ের সঙ্গে ফিস ফ্রাই ছাড়া যদি অন্যরকম কিছু মুচমুচে ও টেস্টি খেতে মন চায় তবে বানিয়ে নিন চিজ ফিশ রোল। দেখে নিন চিজ ফিশ রোল বানাতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী। উপকরণঃ- নুন, ভিনিগার ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখা ভেটকি মাছের…