ছোট্ট একটা লেখা হৃদয়ের কোন জায়গাটা ছুঁয়ে গেল বুঝতে পারছিলাম না ! ভালবাসা, দেশপ্রেম, স্বাদ নাকি স্বাধীনতা- একটা মহাজীবনে কত কিছু খুঁজবেন আপনি? সবটা পাবেন৷ একটা সর্বভারতীয় ওয়েবসাইটে বিপ্লবী রাসবিহারী বসুকে নিয়ে একটা লেখা পড়ছিলাম৷ লর্ড হার্ডিঞ্জ হত্যার চেষ্টা বিফলে যাবার পর ব্রিটিশ পুলিশ তখন হন্যে হয়ে খুঁজছিল রাসবিহারী বসুকে ৷ আলিপুর বোমা মামলার পর…