শীত আসতে না আসতেই বাজারে ফুলকপি এসে গেছে। ফুলকপির ঝোল , ভাজা, নিরামিষ তরকারি সবই তো ট্রাই করে ফেলেছেন। এবার ফুলকপিতে দিন চাইনিজটাচ বানিয়ে নিন ফুলকপি মাঞ্চুরিয়ান। দেখে নিন কেমন করে তৈরী করবেন ফুলকপির এই চাইনিজ রেসিপি। উপকরণঃ ফুলকপি (১টি, মিডিয়াম সাইজের), আদা ও রসুন বাটা (১ চামচ করে), লঙ্কা গুঁড়ো (১ চামচ), পাপরিকা (আধ…