সন্ধ্যা হলেই মনটা কী খাই! কী খাই! করছে? কিন্তু পকেট যদি জানান দেয় মাসের শেষ, তবে এতো না ভেবে বানিয়ে নিন প্যান রোস্টেড চিকেন ড্রামস্টিক। কীভাবে বানাবেন এই রেসিপি? জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি। উপকরণঃ- চিকেন ড্রামস্টিক (৪টি), রসুন (৫-৬ কোয়া), আদা (৫ গ্রাম), কাঁচালঙ্কা, অয়েস্টার সস, তেল, নুন, গোলমরিচ গুঁড়ো, ডার্ক সয়া সস, জল।…