চিকেন শুধু সহজলভ্যই নয় স্বাস্থ্যের জন্যও উপযোগি। চিকেনের যে কোনো পদ খেতে তো দারুন সাথে সহজপাচ্যও বটে। ফি সপ্তাহে চিকেনের ঝোল বা কষার মতো পদতো রান্না করছেনই, তা একদিন চিকেনের নতুন স্বাদের পদ কাঁচালঙ্কা ধনেপাতা বাটা মুরগি বানাবেন না কী? দেখে নিন এই পদ বানাবার জন্য প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী। উপকরণঃ- মুরগির মাংসের মাঝারি টুকরো…