পাতুরির সর্বশেষ খোঁজ চলল সতীশ চন্দ্র দাস অ্যান্ড সন্স-এ। সেখান থেকে মিলল একটু অন্যরকম বেকড পাতুরি সন্দেশ। তার জন্য সবার প্রথমে লাগবে কলাপাতা। সেটা আবার ১০ মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে। মুখ্য উপকরণে লাগবে ২৫০ গ্রাম গরুর দুধের ছানা, ২৫০ গ্রাম সরেস পাকের সন্দেশ, ২৫০ গ্রাম খোয়াক্ষীর, ৫০ গ্রাম আইসিং সুগার মানে ওই চিনি…