Read Time:46 Second
উপকরণঃ- আলু (সেদ্ধ করে ম্যাশ করা)(আধ কেজি), ঘি (১০০ গ্রাম), চিনি (১২৫ গ্রাম), কেশর (আধ গ্রাম)(উষ্ণ জলে ভেজানো), জাফরান রঙ (১ ফোঁটা)।
প্রণালীঃ- একটা প্যানে ঘি গরম করুন। তাতে ম্যাশ করা আলু দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। ক্রমাগত নাড়তে থাকুন। এবারে চিনি, জাফরান রঙ এবং কেশর দিয়ে আরও মিনিট ১০ নাড়ুন। যখন আলু কড়াই ছেড়ে উঠে আসবে, তখন নামিয়ে ফেলুন। মাখন গ্রিজ করা একটা পাত্রে সুন্দর করে বিছিয়ে রাখুন। ঠান্ডা হলে বরফিরে আকারে কেটে নিন।