Read Time:45 Second
উপকরণ:-ব্রকোলি(৩-৪টুকরো),ফুলকপি(৪-৫টুকরো), গাজর(১টি,গোল করে কাটা), বিনস(আধ কাপ), তিন রকমের ক্যাপসিকাম(আধখানা করে, লম্বা করে কাটা), নুন-চিনি(স্বাদমতো), পেঁয়াজ স্লাইস করা(অর্ধেকটা), গন্ধরাজ লেবুর রস(১টি,লেবুর), মাখন (৪চামচ)।
প্রণালী:- সব সব্জি নুন-চিনি মাখিয়ে ভাপিয়ে নিন। এবার অন্য একটা প্যানে মাখন গরম করে তাতে লেবুর রস মিশিয়ে এই সসটা ছড়িয়ে দিন ভাপানো সব্জির মধ্যে। ঝাল খেতে চাইলে সামান্য কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে দিন। ব্যস, রেডি।