Sim Aam Chochchori | শিম আম চচ্চড়ি
27 May 2022 | Comments 0
উপকরণঃ- শিম (আধ কেজি) (মাঝারি মাপে কেটে নিন), কাঁচা আম (লম্বা কুচি করে নেওয়া), গোটা শুকনো লঙ্কা (২টি), অল্প সর্ষে, নারকেল বাটা (আধ কাপ), পোস্ত (২ চা-চামচ), হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, সর্ষের তেল (বড় ২ চামচ)।
প্রণালীঃ- কড়াইয়ে তেল গরম করুন। তাতে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে শিম ছাড়ুন। শিম কিছুটা ভাপানো হয়ে গেলে আম দিন। এবারে নুন দিয়ে ঢাকা দিতে হবে। নরম হয়ে এলে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে নারকেল বাটা অ পোস্ত বাটা দিয়ে ঢাকা দিতে হবে। মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ও সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।