রোস্টেড রসগোল্লা – Roasted Rosogolla
17 Feb 2022 | Comments 1
উপকরণঃ ছানার তৈরি রসগোল্লার গুলি (২০টি), রাবড়ি (২০০ গ্রাম), সন্দেশ (২৫০ গ্রাম), বাটার স্কচ এসেন্স বা নলেন গুড়।
প্রণালীঃ- প্রথমে ৪০-৫০ মিলি লিটারের বাটিতে প্রতিটিতে দুটি করে ছানার তৈরি রসগোল্লার গুলি রাখুন। এবার বাটারস্কচ এসেস্ন অথবা নলেন গুড় (আপনি যে স্বাদ চান) দিয়ে বাটিগুলো ভিজিয়ে রাখুন। এই গুলিকে ২০০ ডিগ্রি উষ্ণতায় ৮-১০ মিনিট বেকড করুন। এরপর বেকড রসগোল্লা ঘরের উষ্ণতায় রেখে ঠাণ্ডা করতে দিন। ঠাণ্ডা হওয়ার পরে একটু দেখনসই করে সন্দেশ মাখিয়ে দিন। ব্যস তৈরি বেকড রসগোল্লা।
demo test