Description
‘আমি নারী…আমি শুধু রাঁধতেই পারি’—এমন কথা আজ আর জোর গলায় বলতে দ্বিধাবোধ করেন না কোনও নারী। যে কোনও সামাজিক অবস্থানের নারীও রান্নাতে সমান পারদর্শী। রান্নাও কোনও স্বাধীন নারীর পরিচিতি আজ। যার প্রকৃষ্ট উদাহরণ শহরের মহিলা শেফ। তারা নারী হয়েও পুরষের সঙ্গে সমান তালে রান্নার কেরামতি দেখাচ্ছেন কলকাতার হোটেল-রেস্তরাঁয়। জীবিকার তাগিদে খাদ্যসামগ্রী বিকিয়ে যারা সংসার চালাচ্ছেন সেইসব নারীদের রোজনামচাও এই হ্যাংলায়। নারী দিবসে শহরের শেফরা পছন্দের নারীদের অভিবাদন জানাচ্ছেন নিজেদের রেসিপির মাধ্যমে।