Description
হাম আর পক্স তো ছিলই। তার সঙ্গে যোগ দিয়েছে সর্দি কাশি, মাথার যন্ত্রণা, জ্বর, চোখে সংক্রমণ, হাঁপানি, শ্বাসকষ্ট জনিত নানা শারীরিক সমস্যা। এক পরিবারের প্রায় সব বয়সের মানুষ এই ভাইরাসের সংক্রমণের শিকার হচ্ছেন। ছোট থেকে বড়, প্রত্যেকেই কম বেশি আবহাওয়া বদলের জন্যে শারীরিকভাবে নাজেহাল হচ্ছেন। এবারের হ্যাংলার পাতায় পাতায় থাকছে এইসব সিজন চেঞ্জের সময়ের রোগ প্রতিরোধের খাবার। থাকছে পুষ্টিবিদের পরামর্শ।