Description
বাইরে টিপ টিপ বরসা পানি তো মন বলে ‘ইলিশ চাই’। বাঙ্গালি-বৃষ্টি আর ইলিশের সম্পর্ক অনেকটা ত্রিকোণ প্রেমের মতো। তাই ‘রিম ঝিম অকারণ…তুই আজ ভেজার কারণ’ এই গান গুনগুন করতে করতে ইলিশের খোঁজে জলকাদা ঠেঙিয়ে বাজারমুখো হয় আপামর ইলিশ-খেকো বাঙালি। হাসিমুখে মহার্ঘ রুপোলি ইলিশ নিয়ে বাড়ি ফেরে। আর পাতে ইলিশ পড়লে তো নোলা সামলানো দায় হয়ে পড়ে। এবার তাই হ্যাংলার পাতায় ইলিশে পাব্বণ। ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ…ইলিশ তোমাকে দিলাম…।’