Description
শুধুমাত্র কাঁটাতারই যা আলাদা করে রেখেছে। না হলে মনে-প্রাণে-পেটে আমরা আর ওপার বাংলার মানুষ এক্কেবারে এক। তাই পয়লা বৈশাখ উপলক্ষ্যে হ্যাংলা সমৃদ্ধ বাংলাদেশের রান্নায়। রন্ধন বিশেষজ্ঞা থেকে শুরু করে বাড়ির মহিলারা ব্যাগ করে নিলেন বাংলাদেশের হারিয়ে যাওয়া, খাঁটি বাঙাল রান্নার স্বাদ।