লাল ঝাল ভেটকি – Lal Jhal Bhetki
উপকরণঃ- ছোট সাইজের ভোলা ভেটকি (৫ টি – ১০০ গ্রাম করে), লেবুর রস (২ টেবল চামচ), পেঁয়াজ বাটা (২ টেবল চামচ), আদা বাটা (২ চা চামচ), রসুন বাটা (১ চা চামচ), ধনে গুঁড়ো (১ চা চামচ), জিরে গুঁড়ো (দেড় চা চামচ), টমেটো বাটা (আধ কাপ), লঙ্কা গুঁড়ো (আধ চা চামচ), আদা কুচি (আধ চা চামচ), রসুন কুচি (আধ চা চামচ), কালো জিরে (১/৪ চা চামচ), কাঁচা লঙ্কা (৪ টি), আদা-পেঁয়াজ-রসুনের রস (১/৪ কাপ), সর্ষে বাটা (২ টেবল চামচ), ধনেপাতা কুচি (১/৪ কাপ), নুন (স্বাদমত), হলুদ (স্বাদমত), সর্ষের তেল (প্রয়োজনমত)।
প্রণালীঃ- প্রথমে মাছগুলো ধুয়ে হলুদ, নুন, আদা-পেঁয়াজ-রসুনের রস ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা মত ফ্রিজে রাখুন। কড়াইয়ে তেল গরম করে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ওই তেলে মাছ ভেজে তুলে নিন। আরও একটু তেল দিয়ে কড়াই গরম করে চেরা কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে আদা-রসুন কুচি দিয়ে হালকা রঙ ধরিয়ে ভাজুন। সর্ষে বাদে সব বাটা মশলা ও গুঁড়ো মশলা দিয়ে নেড়েচেড়ে নিন। এবার সামান্য নুন দিয়ে মশলা মাঝারি আঁচে ভালভাবে কষিয়ে নিন। এরপর কষা মশলায় ৩/৪ কাপ জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। মাছ সেদ্ধ হলে সর্ষে বাটা দিন। ঝোল ঘন হলে বাকি লেবুর রস, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি লাল ঝাল ভোলা ভেটকি।
রেসিপি সৌজন্যঃ- শ্রাবণী রায়