Read Time:1 Minute, 1 Second
উপকরণঃ- জল (২ গ্লাস), আদা (আধ ইঞ্চি, থেঁতো করা), কাঁচা হলুদ (আধ ইঞ্চি, থেঁতো করা), গোলমরচ (৮-১০টা, থেঁতো করা), সাদা জিরে (আধ চা-চামচ), এলাচ (৪-৫ টা, থেঁতো করা), লবং (৪-৫ টা), দারচিনির টুকরো (১ টা), তুলসীপাতা (৮-১০ টা), লেবুর টুকরো (অর্ধেক লেবু)।
প্রণালীঃ- উপরের সমস্ত উপকরণ (লেবু বাদে) একসঙ্গে নিয়ে খুব ভাল করে ফোটান। ২ গ্লাস জল ফুটিয়ে অর্ধেক গ্লাস করে নিন। আঁচ থেকে নামিয়ে লেবুর রস মেশান। হালকা গরম অবস্থায় পান করুন। বাচ্চারা না খেতে পারলে ওর মধ্যে মধু মিশিয়ে খাওয়ান।
যদি আপনি কোভিড পজিটিভ হন তাহলে দিনে তিন থেকে চার বার পান করুন। নাহলে ইমিউনিটি বাড়ানোর এটা দিনে একবার পান করুন।