Ilish Recipe : আম সর্ষে ইলিশ
বাড়িতে ইলিশ এলেই সর্ষে ইলিশ বানাচ্ছেন? এবার বাড়িতে ইলিশ এলে শুধু সর্ষে দিয়ে ইলিশ না বানিয়ে বানিয়ে ফলুন আম দিয়ে সর্ষে ইলিশ। দেখে নিন এই রেসিপি বানাবার সমস্ত উপকরণ ও প্রণালী।
উপকরণঃ- ইলিশমাছ (৪ টুকরো), সর্ষের তেল (৫০ গ্রাম), কালোজিরে (সামান্য), কাঁচালঙ্কা (৪টে), হলুদ (অল্প), লঙ্কার গুঁড়ো, কাঁচা আম (১টা), কালো ও রাই সর্ষে বাটা (৫০ গ্রাম) ও নুন (পরিমাণ অনুযায়ী)।
প্রণালীঃ- তেল গরম হলে কালোজিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। আম টুকরো করে কেটে ফোড়নে দিন। এবার একে একে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিন। জল ঢেলে দিন। আম সেদ্ধ হয়ে এলে সর্ষে বাটা ছেঁকে রস দিন। এরপর ইলিশের টুকরো দিয়ে দিন। ইলিশ সেদ্ধ হয়ে এলেই রেডি আম সর্ষে ইলিশ।