Read Time:27 Second
গত রোববার মেজমামি ফোন করে বললেন, ‘রিনা পায়েস রাঁধব বলে কৌটো থেকে কিশমিশ বের করে দেখি সবগুলোতে পোকা লেগে গেছে। তোর মামা শুনে তো আমাকে একচোট ধমক লাগালেন। কী অবস্থা ভাব!’ বললাম, ‘মামি এখন থেকে কিশমিশে গুঁড়ো ময়দা মাখিয়ে রেখো, কিশমিশে পোকা লাগবে না দেখো।’