Read Time:26 Second
গত পরশু আমার হাতের ক্রিস্পি নুডলস খেয়ে আমার বোনের ছেলে পিকু তো অবাক। বলে কি ‘অ্যান্টি কীভাবে এতটা ঝরঝরে হল নুডলসটা?’ আমি সিক্রেটটা বলেই দিলাম, নুডলস সেদ্ধ করার পর গরম জল থেকে তুলে নুডলসগুলো ঠাণ্ডা জলে ডোবালে প্রতিটা নুডলস আলাদা হয়ে আসবে সহজেই।