Read Time:48 Second
সেদিন মিঠুনের বাড়িতে গেছিলাম ওর আইবুড়ো ভাতে। ওদের খাওয়ার জায়গাটা রান্নাঘর লাগোয়া। সবে খেতে বসেছি মনে হল রান্নাঘরের মেঝেতে কী যেন দৌড়ে গেল। মাসিমাকে জিজ্ঞেস করতেই মাসিমা বললেন, ‘আর বলো না রীণা, ক’দিন ধরে ইঁদুরের অত্যাচারে নাজেহাল।কিছুতেই মুক্তি পাচ্ছি না।’ আমি বললাম, ‘মাসিমা একদন চিন্তা করবেন না। যেখানে সবথেকে বেশি ইঁদুরের উপদ্রব হচ্ছে সেখানে অল্প কিছু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখবেন, দেখবেন ইঁদুর পালাবে।’