Read Time:50 Second
উইকএন্ড পার্টি বা বড়দিনের পার্টিতে চটপটা স্বাদের তরকা আনতে বানিয়ে নিন খুবই সহজ ও টেস্টি রেসিপি হানি চিলি পাইন্যাপল। দেখে নি কেমন করে তৈরী করবেন এই রেসিপি।
উপকরণঃ- আনারস (কিউব করে কাটা কয়েক টুকরো), চিলি ফ্লেক্স (৪ গ্রাম), টমেটো কেচাপ (২৫ গ্রাম), মধু (১০ গ্রাম), নুন, চাটমশলা (৫ গ্রাম), সৈন্ধব নুন (৩ গ্রাম), গোলমরিচ গুঁড়ো, চিনি গুঁড়ো (খুব সামান্য), ময়দা (১/৪ কাপ), তেল (অল্প)।
প্রণালীঃ- সমস্ত উপকরণ মাখিয়ে গ্রিলে/ননস্টিক প্যানে/কাঠকয়লার উনুনে সেঁকে নিয়ে পরিবেশন করুন।