Read Time:54 Second
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ থেকে বাঁচতে গোটা পৃথিবীতে চলছে বিপ্লব। কখনও নিঃশব্দে। কখনও প্রতিরোধ গড়ে তুলে আক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে। এই সময় ঠিক কোন কোন খাবার খেলে কোভিড–১৯ ধরাশায়ী করা যাবে তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা–পরিকল্পনা। কোন খাবারে রয়েছে ভিটামিন সি আর ডি, কোন খাবার খেলে ওমেগা ৩–র ভারসাম্য বজায় থাকে, এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন সেই সব ধরনের রেসিপি। মাছ–ডিম–মাংস–মিষ্টি বা সবজি যাই হোক, ইমিউনিটি বাড়ানোর নানা রেসিপি থাকছে এবারের মলাট কাহিনিতে।