“গোলেমালে গোল – কুকিং ও কমেডির এক জম্পেশ কম্বো”
হেঁশেলে হুলস্থূল বেধেছে রীতিমতো। সকলেই সকলকে হালকা করে সেঁকে দিচ্ছেন নিজস্ব স্টাইলে। কেউ আবার পালটা দমে রাখছেন প্রতিপক্ষকে, হালকা করে ফোড়ন কাটতেও ছাড়ছেন না কাউকে। এইভাবেই এক ঝাঁক সেলিব্রেটিকে নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে নন ফিকশন রিয়্যালিটি শো গোলেমালে গোল। কুকিং ও কমেডিকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে একরকমভাবে চটপটা মশলা আগে কখনও তৈরি হয়েছে বলে মনে পড়ে না। জয়জিৎ ব্যানার্জী, মোনালিসা পাল, সমিধ মুখার্জী, জিতু কামাল, দর্শনা বণিক এবং অনন্যা বিশ্বাস –এর সঙ্গে জুটি বেঁধে রান্নার প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমে পড়েছেন ভিকি নন্দী, তরঙ্গ সরকার, সায়ন ঘোষ, সঙ্ঘশ্রী সিনহা, তানিয়া রায় এবং রাজু মজুমদার এই ছয় কমেডিয়ান। নানা বিপর্যয় আর হাসি ঠাট্টার পাঁচফোড়নেই দর্শক প্রতি পর্বে পেয়ে যাবেন মজাদার সব রেসিপি। এই মজার রান্নার লড়াইয়ে প্রতি পর্বের সেরা কোন জুটি, তা বেছে নেওয়ার দায়িত্বে রয়েছেন মাস্টারশেফ দোয়েল সারেঙ্গি। গোলেমালে গোল সঞ্চালনার দায়িত্বে আছেন সৌরভ দাস ও শিশু সঞ্চালক বিলাস দে। এখন দেখার হাতা-খুন্তির কেরামতিতে গোলেমালে কে কোন টিমকে কত গোল দেয়। গোলেমালে গোল পরিচালনা করছেন সঙ্গীত তিওয়ারি। প্রযোজনার দায়িত্বে গ্রেমাইন্ড কমিউনিকেশন।