Read Time:1 Minute, 5 Second
দেখতে দেখতে আমের মরসুম এসেই পড়ল,যদিও এই মুহুর্তে বাজার জুড়ে কাঁচা আমের পসার সেজে উঠলেও আর ক’টা দিন পরেই সেই বাজারে ঝাঁকা ভরে ভরে পাকা আমের দেখা মিলবে। আর পাকা আম খেতে ৮ থেকে ৮০ সকলেই পছন্দ করেন। তবে এই পাকা আম দিয়ে নতুন কিছু খেতে যদি মন চায় তবে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই রেসিপি ফ্রোজেন ম্যাঙ্গোটিনি। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানাতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী।
উপকরণঃ- ফ্রেশ লাইম জুস (১০ মিলি), গোলমরিচ (১ চিমটি), ম্যাঙ্গো ক্রাশ (২ চামচ), ম্যাঙ্গো জুস (১০ মিলি),পুদিনা পাতা
প্রণালীঃ- বরফ কুচির সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে ঝাঁকিয়ে নিন। পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন।