পেটুকদের নোলা উসকে- খাইবার পাস

20 Jan 2016 | Comments 0

DSC_0184

বিরিয়ানির গন্ধে ম ম করছে গোটা চত্বর। ভোজনবিলাসী কলকাতা তখন চেখে চলেছে কাবাব, চাউমিন, স্ন্যাক্স, মোমো, পিঠে, জলভরা, মনোহরা, নরম পাক, কড়া পাকের মিষ্টি। এভাবেই ১৫ থেকে ১৭ জানুয়ারি ভোজনবিলাসের উন্মাদনায় মেতে ছিল এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাস। এবিপি আনন্দের এগজিকিউটিভ এডিটর সুমন দে-র হাতে এই খাদ্যমেলার শুভ সূচনা হল। খোয়াব, আরসালান, সিরাজ, চাওম্যান, আউধ ১৫৯০, ওয়াও মোমো, টি-ট্রোভ, নলিন চন্দ্র দাশ, সূর্যকুমার কুমার মোদক, ফেলুমোদক-এর মতো নামী-দামি খাবারের স্টল অংশগ্রহণ করেছিল এই মেলায়। ফিশফিশ ও ওনলি আলিবাবার স্টলে ছিল খাদ্যরসিকদের উপচে পড়া ভিড়। খাবারের স্টলের পাশাপাশি হ্যাংলা হেঁশেল-এর স্টলও ছিল। আর ভোজনবিলাসীদের ভিড় উপচে পড়েছিল সেখানেও। ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চ্যাটার্জি, পরমব্রত-সহ হাজির ছিলেন ছোট-বড় পর্দার বেশ কিছু চেনা মুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine