দুধ চিতই

19 Jan 2016 | Comments 1

 

উপকরণঃ-  চালের গুড়ি বা গুঁড়ো, বেকিং পাউডার, খেজুড়ের গুড়, লবণ, ঘন দুধ, নারকোল কোরা ও কিশমিশ।

প্রণালীঃ-  চালের গুড়িতে গরম জল, সামান্য বেকিং পাউডার ও পরিমাণমতো লবণ দিয়ে ঘন গোলা করে নিতে হবে। এরপর চিতই বানানোর তাওয়া বা ছাঁচে ঢেলে দিয়ে চিতই পিঠা বানিয়ে নিতে হবে । পিঠা যেন নরম হয়। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। ঘন হলে খেজুড়ের গুড় ও নারকোল কোরা  দিয়ে জ্বাল দিতে হবে।  গুড় দিয়ে জ্বাল দেওয়া দুধ আগেই রেডি করে রাখতে হবে। পিঠা বানানো হলে গোটা বা কেটে কেটে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে । ৪/৫ ঘন্টা ভিজলে পিঠা খাওয়ার উপযুক্ত হবে । প্রয়োজনমতো কিশমিশ, বাদাম কুচি দিতে পারেন। ভাল হয়, রাতে বানিয়ে রেখে সকালে উঠে খাওয়া।

আমাদের সঙ্গে এই রেসিপিটি ভাগ করে নিলেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক কাজী লাবণ্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine