Read Time:1 Minute, 0 Second
ঘরোয়া অনুষ্ঠান বা হঠাৎ গেস্ট! অতিথি আপ্যায়নে বানিয়ে নিন টেস্টি টেস্টি নান-ই-পনির। দেখে নিন কেমন করে তৈরী করবেন এই রেসিপি।
উপকরণঃ- গ্রেটেড পনির (১০০ গ্রাম), ময়দা (২৫০ গ্রাম), নুন, ঘি (১০০ গ্রাম), দুধ (১২৫ মিলি), পনির (খুব পাতলা করে কাটা) (৮টি), ইয়োগার্ট ফেটানো (৩০ গ্রাম)।
প্রণালীঃ- ময়দা, নুন, গ্রেটেড পনির, ঘি এবং দুধ দিয়ে
একসঙ্গে খুব ভাল করে মেখে নিন। এবারে লেচি কেটে রুটির মতো বেলে নিন। এবারে রুটির ওপরে পনিরের একটা স্লাইস রেখে তার ওপর ইয়োগার্ট ছড়িয়ে দিন। একটা গ্রিজ বেকিং ট্রে-তে প্রি-হিটেড ওভেনে বেক করুন ১৮০ ডিগ্রিতে। অথবা তাওয়াতেও করতে পারেন।