ক্যাপ্টেন চিলি- Captain Chilli
13 May 2021 | Comments 0
উপকরণঃ- ডার্ক রাম (১৪৫ মিলি), কাঁচালঙ্কা (৪-৫ টা), লেবু রস মেশানো জল (১০ মিলি), মধু মেশানো জল (১৫ মিলি), বরফ, কালো রঙের সফটড্রিঙ্ক
প্রণালীঃ- কাঁচালঙ্কা চিরে মাঝখান থেকে বীজ বের করে নিন। একটা ককটেল শেকারে রাম ও মধু মেশানো জলের সঙ্গে কাঁচালঙ্কা দিয়ে ভাল করে ডলে নিন। এবার এর মধ্যে লেবুর জল ও বরফ দিয়ে খুব ভাল করে ঝাঁকান। হাই বল গ্লাসে বরফ-সহ ঢালুন। ওপরে দিন ঠান্ডা সফটড্রিঙ্ক। কাঁচালঙ্কা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেসন করুন।