একই রকম চিকেনের পদ খেতে আর ভাল লাগছে না? উইকএন্ডে হাতে কিছুটা সময় থাকলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইল চিকেন দোপিঁয়াজা। দেখে নিন কেমন করে তৈরী করবেন এই রেসিপি।
উপকরণঃ- চিকেন (৭৫০ গ্রাম), পেঁয়াজ (৪টি) (২টি কুচি করা আর ২টি মোটা করে কেটে রাখা), সর্ষের তেল (৩ টেবল চামচ), টমোটো (১টি) (লম্বালম্বি কেটে রাখা), টমেটো বাটা (২টি টমেটোর), ঘি (দেড় চামচ), গরম মশলা (১ চামচ), গোলমরিচ গুঁড়ো (আধ চামচ), কাঁচালঙ্কা কুচি (৪টি), রসুন বাটা (২ টেবল চামচ), আদা বাটা (দেড় টেবল চামচ), হলুদ (১ চামচ), মুন, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, টকদই (২ টেবল চামচ), শুকনো লঙ্কা গুঁড়ো (১ চামচ), ধনে গুঁড়ো (১ চামচ), জিরে গুঁড়ো (১ চামচ)।
প্রণালীঃ- আধ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, ১ চামচ রসুন বাটা, আধ চামচ আদা বাটা, নুন সামান্য এবং আধ টেবল চামচ সর্ষের তেল দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন। গরম মশলা শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রাখুন। এবার আঁচে কড়াই বসিয়ে ১ টেবল চামচ সর্ষের তেল এবং ১ চামচ ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ পর্যন্ত না বাদামি রঙ ধরছে। ভাজা পেঁয়াজ কড়াই থেকে নামিয়ে অল্প জল দিয়ে বেটে রাখুন। ওই কড়াইতে বাকি তেল আর ঘি দিয়ে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে মিনিটখানেক পর মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজের টুকরো ও কাঁচালঙ্কা কুচি লালচে রঙ করে ভেজে নিন। এরপর দিন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, টকদই ও অল্প নুন দিয়ে ৪-৫ মিনিট মাঝারি আঁচে কষতে থাকুন । এবার ম্যারিনেট করা চিকেন কড়াইয়ে দিন চিকেনের গায়ে মাখানো উপকরণ-সহ। এবার জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। এবার বাকি পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা আর ভাজা পেঁয়াজের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে তিন কাপ মতো জল দিয়ে চিকেন সেদ্ধ হতে দিন। গ্রেভি মাখামাখা হলে নুন, গোলমরিচ ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ধনেপাতা, পুদিনা পাতার সঙ্গে পরিবেশন করুন।
Chicken Dopiyaza: চিকেন দোপিঁয়াজা
Read Time:2 Minute, 56 Second