Chicken Delicacy – A Simple Non-Veg Cooking Recipe
এই জমাটি ঠান্ডায় আর উত্সবের মরসুমে যতো বাইরের রকমারী খাবার দাবার থাকুক না কান, ঘরে আপনজন দের সাথে বসে জমিয়া আড্ডার খাবারের মত সুখ কোথাও নেই একেই হয়তো বলে স্বাদে আল্লাদে । খ্রিস্টিয়ান সম্প্রদায়ের কাছে এই বিশেষ দিন গুলো মাংস, কেক আর ওয়াইন সহযোগে পালিত হয় ।
Hangla Hneshel এর তরফ থেকে দুটো ফেস্টিভ্যাল মেনু দেয়া হল ।
Chicken Delicacy
উপকরণ: মুরগীর মাংস ১ কিলো, পিয়াজ (বড় ) ৭-৮ টা, রশুন বড় কোয়া ৮ টা, আস্ত ধনে, আস্ত জিরে, গোলমরিচ গোটা ৪ টে, কাসুরি মেথি ১ টেবিল চামচ, এলাচ ৩ টে, টমেটো ১ টা মাঝারি, সাদা তেল আর সর্ষের তেল, আদাবাটা, পাতি লেবুর রস ২ টেবিল চামচ ।
প্রণালী: মাংস ভালো করে ধুয়ে পাতিলেবুর রস, নুন, সর্ষের তেল মাখিয়ে ২ ঘন্টার মত ফ্রিজে রেখে দিতে হবে, এর পর মিক্সী তে পিয়াজ ৫ টা, রশুন ৬ টা, আস্ত জিরে, ধনে, কাসুরি মেথি, অর্ধেক টমেটো, এলাচ ও দুটো শুকনো লাল লঙ্কা দিয়া ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে ।
ফ্রাইং প্যানএ সর্ষের তেল ও সাদা তেল সমান অনুপাতে দিয়া বাকি কাটা পিয়াজ লবঙ্গ, তেজপাতা, ছেড়ে দিতে হবে । পিয়াজ হালকা বেগুনি হয়ে এলে বাকি রশুন থেঁতো করে পিয়াজের মধ্যে দিয়া ভালো করে নাড়তে হবে । বাদামী রং ধরলে পেস্ট টা প্যান এ দিয়ে ভালো করে মিশিয়ে আন্দাজ মত নুন চিনি দিয়ে ভালো করে কষতে হবে । তেল ছাড়তে শুরু করলে মাংস প্যান এ দিয়ে ঢাকনা চাপা দিয়ে ২০ মিনিট গ্যাস অল্প করে রাখতে হবে । মাঝে মাঝে দেখে নিতে লাগবে যাতে তলা না ধরে যায় । মাংস জল ছাড়তে শুরু করলে অল্প লেবুর রস আর ধনে পাতা দিয়া ভালো করে কষতে লাগবে । মাংশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ধনেপাতা আর স্লাইস করে কাটা লেবু দিয়ে গরম ভাত অথবা পরোটা সহযোগে হামলে পরার অপেক্ষা ।