
উপকরণঃ- বাগদা চিংড়ি (৫০০ গ্রাম-মাঝারি), গোবিন্দভোগ চাল (১ কাপ), মুগ ডাল (১ কাপ), পেঁয়াজ বাটা (আধ কাপ), আদা বাটা (২ টেবল চামচ), রসুন বাটা (১ চা চামচ), জিরে গুঁড়ো (৩ চা চামচ), ধনে গুঁড়ো (৩ চা চামচ), টমেটো বাটা (১/৪ কাপ), চেরা কাঁচা লঙ্কা (৪টি), নুন, চিনি, হলুদ গুঁড়ো (১ চা চামচ), গোটা গরম মশলা (ফোড়নের মত), তেজপাতা (২ টি), শাহি গরম মশলা গুঁড়ো (দেড় চা চামচ), সাদা তেল, ঘি (২ চা চামচ), লঙ্কা গুঁড়ো (১/৪ চা চামচ), কাজুবাদাম ও কিশমিশ (আধ কাপ)
প্রণালীঃ- প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন। ডাল শুকনো কড়াইয়ে ভেজে ধুয়ে নিন। ডালে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ হতে দিন। ফুটে উঠলে ধনে ও জিরে গুঁড়ো যোগ করুন। তেল গরম করে চাল ভেজে নিয়ে ডালে দিয়ে দিন। ৩ কাপ জল গরম করে ডাল ও চালে যোগ করে আঁচ কমিয়ে ঢাকা দিন। অন্য পাত্রে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। সব বাটা মশলা ও টমেটো বাটা দিয়ে কষান। শাহি গরম মশলা বাদে বাকি গুঁড়ো মশলা, স্বাদমত নুন-চিনি যোগ করুন। কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন তেল ছাড়লে ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছ মশলা দিয়ে আধ কাপ মত মিনিট দুয়েক ঢাকা দিন। ডাল ও চাল সেদ্ধ হয়ে এলে মশলা সমেত মাছ দিয়ে দিন। মৃদু আঁচে আরও কিছুক্ষণ রান্না হতে দিন, ঢাকা দিয়ে। সব উপকরণ সেদ্ধ হলে জল প্রায় শুকিয়ে এলে শাহি গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিন। খিচুড়ি বেশ মাখা মাখা হলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।