Read Time:33 Second
দেওর মৈনাক হন্তদন্ত হয়ে ফোনে বলল, ‘বউদি একটা সমাধান চাই চটপট। দোলা নেই বাড়িতে, রান্না আমি করছি। কিন্তু হাত থেকে যে হলুদের দাগ যাচ্ছেই না। এভাবে কী করে অফিস যাব?’ বললাম, ‘উফ, এত টেনশন নিও না। আলুর খোসা হাতে ভালভাবে ঘষে হাত ধুয়ে ফেলো, হলুদের দাগ চলে যাবে।’ শুনে ফোনের ওপার থেকে মৈনাক বলল, ‘বউদি ইউ আর গ্রেট…’।