চিজি স্ন্যাকি
উপকরণঃ- নোনতা বিস্কুট (গোল শেপ), চিজ স্লাইস (গোল করে কাটা, ১০টা), চিজ স্ট্রিপ (৬টা), ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ কুচি (৪ টেবিল চামচ), টমেটো সস (২ টেবিল চামচ), ঝুরিভাজা (৪ টেবিল চামচ), মিক্সড ফ্রুট জ্যাম (৪ টেবিল চামচ), জেমস (১০টা)।
প্রণালিঃ- প্রথমে একটা প্ল্যাটার নিন। এতে দুটি চিজি স্ন্যাকার রেডি করতে হবে। ১টি নোনতা বিস্কুট নিন। এর ওপর স্লাইস চিজ গোল শেপে কেটে বসান। তার ওপর জ্যামের লেয়ার দিন। তার ওপর ঝুরিভাজা দিন। একটি ছোট জেমস দিয়ে দিন। এবার আরেকটা নোনতা বিস্কুট নিন। তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা কুচি দিয়ে তার ওপর চিজ স্ট্রিপস ক্রশ করে দিন। এক ফোঁটা টমেটো সস দিলে রেডি চিজি স্ন্যাকি বা স্ন্যাকার।