28 Mar 2016 | Comments 0
চীনা ভোজ বাঙালির বড্ড প্রিয়। চীনা খানাপিনার টানে চাঁদনি চক থেকে চায়না টাউন সর্বত্র বাঙালির অবাধ বিচরণ। চীনা নববর্ষের শুভ মূহুর্তে হ্যাংলা জুড়ে চাইনিজ ভোজ। ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ডিনার। হুনান থেকে সেজুয়ান—সব প্রদেশের খাবার নিয়ে জমজমাট হ্যাংলা।