দাঁতের গোড়া ফুলে গেলে…
16 Dec 2015 | Comments 0
এই সেদিন আমার মেজো বোনের মেয়ের বিয়ে হল। সেখানে গিয়ে দেখি আমার বড় বৌদি মুখ গোমড়া করে গালে হাত দিয়ে বসে আছে। হাসিঠাট্টা নেই, কথাবার্তা নেই। বললাম,’ও বৌদি কী হয়েছে গো?’ বৌদি শুনেই কেঁদে ফেললেন। বললেন,’ঠাকুরঝি আর বলো না দাঁতের গোড়া ফুলেছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কিছু খেতে পারছি না, কথা বলতেও ইচ্ছে করছে না।’ বলে দিলাম সমাধান,’যাও না উঠোনের পেয়েরা গাছ থেকে কটা পেয়ারা পাতা ছিঁড়ে চিবিয়ে নাও, গোড়া ফোলা কমে যাবে। আরাম পাবে।’