Read Time:38 Second
উইকএন্ডের ছাদপার্টি হোক বা বাড়দিনের বিগ ব্যাস! পানীয় হিসাবে সার্ভ করুন রেডবেরি হুইস্কি সাওয়ার। দেখে নিন কেমন করে তৈরী করবেন এই পানীয়।
উপকরণঃ- বুরবঁ (৪৫ মিলি), ড্রাই মার্টিনি (১৫ মিলি), স্ট্রবেরি পিউরি (১০ মিলি), লিচুর রস (৪৫ মিলি), লেবুর রস (৫ মিলি), মৌরি ফ্লেভার (৫ মিলি)।
প্রণালীঃ- সমস্ত উপকরণ শেকারে দিয়ে বরফের সঙ্গে শেক করুন। আর পরিবেশন করুন।