Read Time:37 Second
বড়দিনে বাড়িতে পার্টি রাখছেন? পার্টি জমাতে ড্রিঙ্কস তো মাস্ট। এই বড়দিনে বাড়িতেই বানিয়ে নিন ব্রাজিলিয়ান ড্রিঙ্ক কাই পিরানহা।দেখে নিন কেমন করে তৈরী করবেন এই ব্রাজিলিয়ান ড্রিঙ্ক ।
কীভাবে বানাবেনঃ- গুঁড়ো চিনি, লেবুর রস এবং ভদকা একসঙ্গে ঝাঁকিয়ে বরফের কুচি ওপরে দিয়ে মাগে ঢালুন। ওপর থেকে ক্র্যানবেরি জুস আর মনপসন্দ ফলের টপিং করুন।