Sukta Recipe : নিম শুক্তো

0 0
Read Time:1 Minute, 27 Second

স্বাদ বদল বা রুচি ফেরাতে শুক্তোর জুড়ি মেলা ভার। তেঁতো স্বাদের জন্য অনেকে এই পদ খেতে পছন্দ করেন না। তবে এই পদ একবার এমন করে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভাললাগবে।

উপকরণঃ- নিমপাতা (১০-১২টা), আলু ও পেঁপে (২ কাপ), বেগুন, সজনে ডাঁটা, শিম, বিনস (লম্বা করে কাটা) (৫ কাপ), আদা বাটা (১ চা-চামচ), রাঁধুনি বাটা (১ চা-চামচ), জিরে গুঁড়ো (১ চা-চামচ), দুধ (১ কাপ), জল (২ কাপ), ঘি (১ চা-চামচ), নুন ও চিনি, মটর ডাল (১ কাপ)।
প্রণালীঃ- মটর ডাল রাতে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে নিন। এবারে তাওয়াতে অল্প তেল দিয়ে ডালকে গোল গোল করে দিয়ে এপিঠ ওপিঠ সেঁকে নিন। ১ চামচ ঘি ও ১ চামচ সাদা তেল গরম করে রাঁধুনি ও নিমপাতা (৫-৬টি) ফোড়ন দিন। সব সবজি দিয়ে নুন ও চিনি মিশিয়ে কষিয়ে নিন। এবারে মশলা মেশান। দুধ ও জল দিয়ে কিছুক্ষণ ফোটান। চাপরগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। বাকি ৫-৬টা নিমপাতা ভেজে গুঁড়ো করে শুক্তোর ওপরে ছড়িয়ে দিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %