ঘরোয়া অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন
একই মাসে ছেলের জন্মদিন,বোনের বিয়ের পাকা দেখা এবং নিজের অফিসের প্রোমোশন পাওয়ার খুশিতে পার্টি– এতসব সামলাবে কী করে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পল্লবের। আবার সামনের মাসেই নতুন কেন ঘরে গৃহপ্রবেশের পুজো। পল্লবের মা-বাবা চান না অতিথিদের হোম ডেলিভারি বা রেস্তোরাঁর খাবার খাওয়াতে। ক্যাটারিং সার্ভিসেও আপত্তি মায়ের। এমতাবস্থায় পল্লবের স্ত্রী স্বাগতাই সমাধান বাতলে দিলেন। তিনিই রাঁধবেন ইনোভেটিভ পদ, সহযোগিতায় থাকবে শাশুড়ি মা আর দিদিভাই। এরকম ঘরোয়া অনুষ্ঠানের খাবার-দাবারের পাকপ্রণালীর সন্ধান এবার হ্যাংলায়। জন্মদিনই হোক বা কিটি পার্টি বা পুজো পার্বণ– অতিথি আপ্যায়নের ঘরোয়া উপায় এখন হ্যাংলায়।