এবার দুয়ারে বাজার, ২৪ ঘণ্টা

0 0
Read Time:1 Minute, 19 Second

 

একেবারে আপনার বাড়ির দরজায় পেয়ে যাবেন বাজার, দিনের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনও সময়। এমনই অভিনব ভাবনা নিয়ে হাজির কলকাতার প্রথম ‘গ্রসারি আর এসেন্সিয়াল রিটেল স্টোর’ ‘২৪ ঘণ্টা- রাউন্ড দ্য ক্লক’। প্রায় ৮০০০-এর বেশি প্রোডাক্ট আর প্রায় ৪০০-র মতো ব্র্যান্ড নিয়ে শুরু হয়েছে এই গ্রসারি দোকান। যেখানে পাওয়া যাবে চাল, ডাল, মশলা, ফল, সবজি, বেকিং-এর যাবতীয় উপকরণ। ব্যবস্থা আছে প্যান্ট্রিরও। আলাদা একটা অংশ রয়েছে কেক-পেস্ট্রি আর চকোলেটের জন্য। আর এসবই মিলবে দিন-রাতের যে কোনও সময়। ফ্রি ডেলিভারি মিলবে ৫ কিলোমিটারের মধ্যে এবং ডেলিভারি করতে সময় নেবে মাত্র আধঘণ্টা। বর্তমান মহামারী পরিস্থিতিতে দারুণ কার্যকরী এই ‘২৪ ঘণ্টা- রাউন্ড দ্য ক্লক’। বাজারের ভিড়, ধাক্কাধাক্কি এড়িয়ে বাড়িতে বসেই মিলবে টাটকা-তাজা সব জিনিস।

 

About Post Author

Charlesses

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %