Read Time:25 Second
বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের সান্ধ্য আড্ডা জমেছে নন্দিনীর ড্রয়িংরুমে। সিঙাড়া খেতে গিয়ে দেখলাম গরম হলেও, তেমন মুচমুচে হয়নি সিঙাড়া। মনে মনে ভাবলাম ময়দা মাখার সময় এক চামচ কর্নফ্লাওয়ার দিলেই তো ল্যাঠা চুকে যেত। সিঙাড়া মুচমুচে হত।