Read Time:27 Second
আমার বড় ননদের সেজো জা শিপ্রাদি সেদিন ফোন করে একথা সেকথার পর জিজ্ঞেস করলেন,’হ্যাঁ গো রিনা তুমি তো সবজান্তা, রুটি নরম তুলতুলে হবে কীভাবে কিছু টিপস দাও না।’ বললাম,’শিপ্রাদি ময়দা বা আটা মাখার সময় একটু টকদই বা গরম দুধ মিশিয়ে নিও দেখবে মুশকিল আসান।’