Read Time:30 Second
গত রোববার আমার মেজদার মেয়ে রিমি ফোন করে আমাকে বলল, ‘পিসিমণি মোচা কেটেছি হাতে কালো ছোপ লেগে আছে, যদিও কাটার সময় হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম। কী করি বলো না?’ বললাম, ‘রিমি দু’হাতের তালুতে ভাল করে নুন মেখে নিয়ে হাত ধুয়ে ফেল, দেখবি কালচে ছোপ থাকবে না।’