Read Time:54 Second
প্রিয়াঙ্কাকে একা হাতে ঘর বাইরে সামলাতে হয়। কর্তা নামী সংস্থার উঁচু পদে আছেন। মেয়ের হাজারও বায়ানাক্কা খাবার নিয়ে। এসব সামলে রান্নাবান্নার সময় প্রায় থাকে না বললেই চলে। এখন মাইক্রোওভেনের গুণে সে সব টেনশন গেছে পেনশন নিতে। কনভেকশন, স্টিম, গ্রিল নানা মোডে নানা ভাবে মাইক্রোওভেনে খাবার বানাচ্ছেন আজকাল সকলে। নোনতা, মিষ্টি, ঝাল যে স্বাদ চান সব পাবেন মাইক্রোওয়েভে রান্না গ্রিল-কনভেকশনের মাধ্যমে। এখন কেক তৈরিও খুব সহজ। এবারের হ্যাংলায় রইল সেই জাদু রান্নার স্বাদু কাহিনি।