বয়স্কদের খাবার
মিতিন মাসির কিনে দেওয়া নতুন ল্যাপটপে মুখ গুঁজে পড়ে দিনরাত এখন বুবলি সন্ধান চালাচ্ছে ডায়বেটিস হলে কী কী খেতে হবে? কোন রান্নায় হাই ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে থাকে। কারণ বুবলির জেঠুর সাঙ্ঘাতিক প্রেশার। আর ঠাম্মার ডায়বেটিস ধরা পড়েছে। এই নিয়ে চিন্তায় ঘুম নেই বুবলিদের বাড়ির কারোরই। এ ছবি প্রত্যেক পরিবারের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা নেমে আসে ডায়েট চার্টে। চোখের সমস্যা, বাতের ব্যথা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল-এর মতো নানা অসুখের মোকাবিলায় কী কী খাওয়া উচিত, চিকেন-মাটন-মাছ-ডিম খেলেও সেটা কীভাবে রান্না করে খাওয়া যাবে এসব নিয়েই এবারের হ্যাংলার মলাট কাহিনি। দাদু-দিদা-ঠাম্মিদের জন এবার আমাদের স্বাদে ও স্বাস্থে ভরা ফুড জার্নাল।