Read Time:31 Second
নবমীর দিন ছোট ননদ সুচেতার বাড়ি নিমন্ত্রণ ছিল। খেতে বসে অবাক! একি মাছের ঝোল না মহাসাগরে ভাসমান পাবদা? সুচেতার মুখ কাঁচুমাচু। বললাম, ‘ঘাবড়াস না, এবার থেকে যখনই দেখবি ঝোলের পরিমাণ বেশি হয়েছে, একটু পোস্ত রোস্ট করে বেটে ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিলেই মহাসাগর মন্থন হয়ে যাবে।’