Read Time:36 Second
আর্ন্তজাতিক নারী দিবসে (৮ মার্চ) ‘ওয়ান ডে শেফ’-এর অভিনব প্রয়াস নিয়ে হাজির হ্যাংলা। শুধুমাত্র হেঁশেলেই নারীদের আটকে না রেখে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হ্যাংলা। নামী শেফের পোশাকে নামী হোটেলে যখন তিনি রান্নায় ব্যস্ত, তখন তার মনে একটাই সুর বাজবে ‘আমিও শিল্পী, আমি রাঁধতে পারি’।