16 Dec 2015 | Comments 0
উপকরণঃ- নতুন গুড় (২০০ গ্রাম), পাটালি, নারকেল দুধ (৬০ মিলি), ক্রিম (৪০ মিলি), গলানো জিলেটিন (১ টেবিল চামচ)।
প্রণালীঃ- পাটালি গুড়কে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপর ক্রিম ও নারকেলের দুধ মিশিয়ে নিতে হবে। গলানো জিলেটিন দিয়ে সেট করে নিলেই তৈরি নতুন গুড়ের মুজ।