দেশি মুরগির মালাইকারি
উপকরণ:- চিকেন লেগ পিস (৫০০ গ্ৰাম), আদা বাটা (৪ চামচ), সেদ্ধ করা পেঁয়াজ বাটা (৪ চামচ), কাজু বাটা (৪ চামচ), রসুন বাটা (৩ চামচ), চারমগজ বাটা (২ চামচ), নারকেল বাটা (৬ চামচ), কর্নফ্লাওয়ার (পরিমাণমতো), নুন (পরিমাণমতো), চিনি (পরিমাণমতো), সাদা তেল (১০০ গ্ৰাম), গোটা গরম মশলা, তেজপাতা (পরিমাণমতো), ক্রিম মিল্ক (৪ চামচ), ভিনিগার ।
প্রণালী:- চিকেনের লেগ পিস।নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে ভিনিগার, নুন, আদা, রসুন বাটা দিয়ে মিশ্রণ করে রেখে দিন। তারপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে সাদা তেল গরম করে, তাতে হালকা করে নেড়েচেড়ে নিন। এবার একটি পাত্রে সাদা তেল নিয়ে গরম করুন। গরম তেলে আস্তে আস্তে রসুন বাটা, পেঁয়াজ বাটা, চারমগজ বাটা ও কাজু বাটা দিয়ে একটু নাড়িয়ে নিন। তারপর তাতে নারকেল বাটা দিয়ে আবারও ভাল করে নাড়ুন। কিছুক্ষণ নাড়ানোর পর তাতে পরিমাণমতো জল ভাল করে দিয়ে ফোটান। তারপর তাতে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখুন।
কিছুক্ষণ রাখার পর ঢাকনা খুলে ওর মধ্যে ক্রিম মিল্ক দিয়ে ভাল করে নাড়িয়ে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।
(দেশি মুরগির মালাইকারি সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে খুবই ভাল হয়। না হলে পোলাও-এর সঙ্গেও পরিবেশন করতে পারেন।)