Read Time:26 Second
ডিনার–এ গিয়েছিলাম আমার ছোটবেলার বন্ধু সুপর্ণার বাড়ি। নুনদানি থেকে নুন নিতে গিয়ে দালা পাকানো নুন দেখেই গেল পিত্তি জ্বলে। কেন বাপু অল্প কিছুটা চাল নুনের পাত্রে রাখলেই হয়। মাগো, ১০ বছর সাংসার করছে এখনও শিখল না কিছু।